চান্দিনা

চান্দিনায় কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, দুই ভাই নিহত

চান্দিনায় কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, দুই ভাই নিহত

 

রিপন আহমেদ ভূইয়া।

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন (৭০) ও আব্দুল মালেক (৬০) নামে দুই ভাই নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

 

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ঘড়িয়া ও দেবিদ্বারের কুরছাপ সীমান্তর্বী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা ফেনী জেলার পশুরাম উপজেলার অলোকা গ্রামের মৃত তোফায়েল আহমেদের ছেলে। আহতরা হলেন নিহত আব্দুল মালেকের ছেলে তাহসিন আহমেদ (২৪) ও তাহমিদ (১৮) এবং মেয়ে ফাতিম মালেক (১২)।

 

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী মাইক্রোবাসটি চান্দিনার ছয়ঘড়িয়া-কুরছাপ এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাকা লেগে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই ভাই নিহত নিহত হন। আহত হয় আরো তিন জন।

 

দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি চলে যায়। মাইক্রোবাস ও লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের ভাগিনা আব্দুল হান্নান চৌধুরী এসে মরদেহ নিয়ে যান।

 

 

 

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker