
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে চান্দিনা উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপন অনুষ্ঠিত।
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, আহসান হাবীব।

আজ চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সম্মানিত সভাপতি/সাধারন সম্পাদকের নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলায় ৫ হাজার গাছের চারা রোপনের কর্মসুচির মধ্যে ফলজ ও কাঠের চারা বিতরণ ও রোপণ করে চান্দিনা উপজেলা ছাত্রলীগ ও চান্দিনা পৌরসভা ছাত্রলীগ।
উপস্থিত নেতৃবৃন্দ মাঝে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু কাউসার অনিক,চান্দিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী ইয়াছিন আহম্মেদ অভি, সাধারণ সম্পাদক কাউছার আলম আপন,পৌর ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক রাকিব মাহমুদ,সাংগঠনিক সম্পাদক তানভীর সরকার, ছাত্রলীগ নেতা- সাগর,আকতার,শাকিল,সাইফুল,সবুজ,সোহেল আরমান,রাকিব, ইমরান,ফাহিম,আরিফ,ছাব্বির,কামরুল,হ্রদয়,বিল্লাল,নাইম,অনন্ত,ফয়েজ,মহিন,নিজাম,বাশার,মামুন,ফাহিম,জিলানী, রাসেল,মীর হোসেন, রিপন,আজহারুল,ফয়সাল,ফখরুল, জাকির,নাজমুল,রাফি,রিফাত,ইয়াছির,মাসুদ,সুলাইমান,ছাব্বির।





