জেলার খবর
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের মাস ব্যাপী উদ্যোগ

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের মাস ব্যাপী উদ্যোগ
পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
অসহায়, দিনমজুর, হতদরিদ্র ও পথচারীদের মাঝে মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে চান্দিনা-বাগুর বাস স্টেশনে প্রায় দেড় শতাধিক রোজাদার মানুষের হাতে ইফতার সামগ্রীর প্যাকেট ও পানির বোতল তুলে দেন স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোহাম্মদ সুমন সরকার, সাধারণ সম্পাদক লিটন সরকার, আওয়ামীলীগ নেতা মফিজ উদ্দিন মেম্বার, চান্দিনা উপজেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক ফয়সাল বারী মুকুল, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহাদাত হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান জনি, দেবীদ্বার উপজেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক যাদব রায়, দাউদকান্দি পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফখরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক গাজী মানিক, জুলহাস, শামিম, অনিক, মানিক সরকার, আল-আমিন, এখলাছ, সারোয়ার সরকার, আবু মুছা জনি, রবিউল ইসলাম, সালাম সরকার, ছাত্রলীগ নেতা দারুস সালাম শুভ প্রমুখ।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক লিটন সরকার জানান, ‘সেবা-শান্তি-প্রগতি, স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি’ এই শ্লোগানকে মনে লালন করে নিজ উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এবারের রজমানে কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন উপজেলায় প্রতিদিন বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ইফতার সামগ্রী বিতরণ করবো। ঈদেও ওইসব হতদরিদ্রের পাশে দাঁড়াবো।