জাতীয়শিক্ষাঙ্গন

ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির ইফতার মাহফিল ও গুণীজন সম্মাননা

ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির ইফতার মাহফিল ও গুণীজন সম্মাননা

 

ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যান সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ইফতার মাহফিল ও গুণীজন সংবর্ধনা -২০১৯ । ১৬ মে বৃহস্পতিবার বিকেলে সিরাজুল ইসলাম অডিটোরিয়াম লেকচার ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে  উক্ত অনু্ষ্ঠানটি অনু্ষ্ঠিত হয়।  

 

আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ  চিকিৎসা বিজ্ঞানী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক,  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই বারের উপাচার্য অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাম্মৎ আনোয়ারা বেগম,  যুগ্ম সচিব,   প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মোঃ আনিসুর রহমান,  সহযোগী অধ্যাপক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ নাসির,  মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড  কলেজের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, শাহ্ মোঃ সেলিম প্রধান,  চেয়ারম্যান,  মাইজখার ইউনিয়ন,  চান্দিনা। 

অনুষ্ঠানে শিক্ষা, সৃজনশীলতা, গবেষণা ও পেশাগত জীবনে কৃতিত্বপূর্ণ সাফল্য  অর্জনের জন্য  চান্দিনার তিন কৃতি সন্তানকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরূপ  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  পেডোডিন্টিড বিভাগের  সহকারী অধ্যাপক ডাঃ এ এইচ এম জাকির হোসেন সিকদার ও রেডিওলজী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ অনিন্দিতা দত্ত। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন।   

 

এছাড়া অনুষ্ঠানে ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটির ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডাঃ এ এইচ এম জাকির হোসাইন সিকদার।  সাধারণ সম্পাদক এইচ এম শরীফুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায়  অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মহিউদ্দিন সৌরভ।  

 

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন  উক্ত সংগঠনের সাবেক সভাপতি দুদক উপপরিচালক নুরুল ইসলাম,  রেজাউল করিম, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ,  সদ্য সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ বারাকাত উল্লাহ।

 

 

    

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker