আন্তর্জাতিকচান্দিনাজাতীয়

চান্দিনার মোহনপুরে ক্যান্সারে আক্রান্ত অসহায় তাছলিমা বাঁচতে চায়

 

আলিফ মাহমুদ কায়সার

কুমিল্লা প্রতিনিধি ঃ

জীবন জীবনের জন্যে, মানুষ মানুষের জন্যে একটু সহানুভূতি মানুষকি পেতে পারেনা ? হ্যা অবশ্যই পারে!  মানুষের সহযোগীতাই কাটিয়ে উঠে সকল আস্থার সংকট। সে অসহায়ত্বের করাল গ্রাসে তাছলিমা আক্তার, পিতা চান মিয়া, কুমিল্লা চান্দিনার বাতাঘাসী ইউনিয়নের  মোহনপুর দঃ পাড়া গ্রামের হানিফ মেম্বারের  বাড়ীর উত্তর পার্শ্বে বসবাসরত।  অসহায়  মেয়েটি দীর্ঘদিন ধরে ক্যান্সার নামক মরনব্যাধীতে আক্রান্ত। মেয়েটি আট মাসের গর্ভবতী। দুঃখের বিষয় মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে। কৃষক বাবাও দীর্ঘদিন ধরে আলসার সহ নানা রোগ ও সমস্যায় জর্জরিত হয়ে দিনাতিপাত করছে।স্বামী একটি মুদির দোকানে সামান্য বেতনে চাকুরি করে। একটু মানবিক সাহায্যের জন্য সবার কাছে সুস্থ্যতা ও সাহায্য কামনা করছে। আশা ও একটি বড় অভীশাপ মেয়েটি তিনদিন কুমিল্লা সরকারি  (কোচাইতলী)  হাসপাতালের বারান্দায় ছিল, কোন বেড ও চিকিৎসা পায়নি বলে উপায়ন্ত না পেয়ে পরিবারের লোকজন  বাড়িতে নিয়ে আসে।

সমাজের বিত্তবানদের নিকট একজন অসহায় মেয়েটির প্রতি মানবিক সাহায্য কামনা করছে পরিবারের লোকজন।

বিস্তারিত তথ্য ও সাহায্য পাঠাতে- পিতা চান মিয়া বিকাশ (০১৮৮২৫৭৯৬৪১) নাম্বারে যোগযোগ করুন।।

 

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker