জাতীয়জেলার খবর

কুমিল্লা বিমানবন্দর কে আন্তঃর্জাতিক মানের করে দেয়া হোক,

কুমিল্লা বিমানবন্দর কে আন্তঃর্জাতিক মানের করে দেয়া হোক,

কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর অঞ্চল থেকে সবচেয়ে বেশি মানুষ বিদেশে থাকে এবং সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায়। যদি একটি আন্তঃর্জাতিক বিমানবন্দর করতেই হয় তবে সেটা পদ্মা ব্রিজের পাশে মাদারীপুর এর জাজিরায় কেন❓

আন্তঃর্জাতিক বিমানবন্দর করতে হলে প্রথমে এর উপযোগীতা দেখতে হবে।

হাজার হাজার প্রবাসী ও বিদেশি এখানে নামবে। এখন কথা হল তারা মাদারীপুর নেমে কি পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবে নাকি পদ্মার দক্ষিনাঞ্চলে গোপালগঞ্জ, বরিশাল, খুলনার দিকে যাবে?

যদি ঢাকা বা অন্য অঞ্চলে যাওয়ার জন্যই নামে তাহলে ঢাকা এয়ারপোর্টে না নেমে ওখানে নামবে কেন?

আর পদ্মার দক্ষিনাঞ্চলের দিকে যাওয়ার কোন প্রশ্নই আসে না কারন ওসব অঞ্চলে এত নগন্য প্রবাসী যে তা ধরার মধ্যে না। এমতাবস্থায় ঢাকার পাশেই পদ্মার ওপারে মাদারীপুরে আন্তঃর্জাতিক বিমানবন্দর নির্মান কি যুক্তিযুক্ত না শুধুমাত্র প্রদর্শন তা জাতি অবশ্যই ভাল করে জানে। যদি একটি বিমানবন্দর বানাতেই হয় তবে কুমিল্লা বিমানবন্দর কে আন্তঃর্জাতিক মানের করে দেয়া হোক আন্তঃর্জাতিক বিমানবন্দর। এতে যেমন লক্ষ লক্ষ প্রবাসী উপকৃত হবে তেমন উপযোগীতাও থাকবে।

বৃহত্তর কুমিল্লাবাসী পোষ্টটি সর্ব্বোচ্চ

শেয়ার করুন,,

যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌছায় ।।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker