জাতীয়

দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় দৃশ্যমান হচ্ছে উন্নয়ন: প্রধানমন্ত্রী

দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় দৃশ্যমান হচ্ছে উন্নয়ন: প্রধানমন্ত্রী

 

দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্যই দৃশ্যমান হচ্ছে উন্নয়ন; সুফল পাচ্ছে দেশের মানুষ। সকালে ফরেন সার্ভিস একাডেমীর নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, দেশে যাতে কোনভাবেই খাদ্য সংকট দেখা না দেয়, সে লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে সরকার।

 

জাতির পিতার দেখানো পথেই সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই বাংলাদেশ এগিয়ে চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

৭৫ এর ১৫ই আগষ্টের দোসররা বিভিন্ন সময় মনুষ্য সৃষ্টি দুর্যোগও তৈরি করে বলেও জানান তিনি। যুগের সাথে তাল মিলিয়ে রাজনৈতিক কূটনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতির উপর জোর দিতে কূটনীতিকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker