শিক্ষাঙ্গন
মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ রায়পুর শাখায় সরকারি বই বিতরণ উৎসব উদযাপন :

মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ রাযপুর শাখায় সরকারি বই বিতরণ উৎসব উদযাপন :
কাউসার আহমেদ
“শিক্ষা নিয়ে গর্ব দেশ” শেখ হাসিনার বাংলাদেশ ” এ স্লোগানকে সামনে রেখে ১ জানুয়ারী মঙ্গলবার মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ রাযপুর শাখায় বই উৎসব সকাল দশটায় রায়পুর শাখার প্রিন্সিপাল মু. ওমর ফারুক এর সঞ্চালনায় এবং অভিভাবক ফোরামের সেক্রেটারী জেনারেল বীরমুক্তিযোদ্ধা কবির উদ্দিন ভূইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়টগন্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের ভাইস চেয়ারম্যান মু. জসিম উদ্দিন প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতৃভূমি ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল আবু নোমান সরকার, বীরমুক্তিযোদ্ধা নাইমুল হক ভুইয়া , অভিভাবক ফোরামের জয়েন্ট সেক্রেটারি রেজাউল করিম, রায়পুর শাখার ভাইস প্রিন্সিপাল মু. নুরে আলম, বাবু অমূল্য বণিক, পরীক্ষা নিয়ন্ত্রক এ এস এম সোহেল সহ অন্যান্য শিক্ষক – শিক্ষিকা, অভিভাবক / অভিভাবিকা বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।





