আন্তর্জাতিকজাতীয়
গুণী নির্মাতা ও পরিচালক হাসিবুল ইসলাম মিজান মৃত্যুতে নায়িকা জয়া চৌধুরী গভীর শোক প্রকাশ করেন।

গুণী নির্মাতা ও পরিচালক হাসিবুল ইসলাম মিজান মৃত্যুতে নায়িকা জয়া চৌধুরী গভীর শোক প্রকাশ করেন।
জনপ্রিয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা জয়া চৌধুরী তার ব্যাক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক হুদয় বিধারক স্যাস্টাস দেন তাহা হহুবহুব পাঠকের মাঝে তুলে ধরলাম।
গুণী নির্মাতা ও পরিচালক হাসিবুল ইসলাম মিজান স্যার আর আমাদের মাঝে নেই ।
শোনার পর বিশ্বাস করতে পারছিলাম না যে বাবা আপনি আর আমাদের মাঝে নেই । আপনি আমাকে নিজের মেয়ের মত স্নেহ করতেন । চলচিত্রে আপনার থেকে যে আদর স্নেহ পেয়েছি তা ভোলার নয় । ভাল থাকবেন আল্লাহ বেহেস্ত নসিব করুন । সবাই দোয়া করবেন । আমিন





