
চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের হত্যা মাদক চাদাবাঁজী ও বিচারের নামে বানিজ্যের হাত থেকে সমাজকে বাঁচাতে সৎ ও ন্যায় নীতিবান ব্যক্তি আমাদের অতীব প্রয়োজন।
মানুষ যখন যৌবন কাল পার করে বৃদ্ধ বয়সে
পা রাখে তখন তাদের মাঝে আসে নানান
পরিবর্তন।
তাই জোয়াগ ইউনিয়নের নাগরিকরা চায়
তাদেরকে নের্তৃত্ব দিতে আসুক নিবেদিত
কোন তরতাজা যুবক।
যিনি তার সকল মেধা ও শ্রম দিয়ে
জনগনের মঙ্গলে ঝাপিয়ে পড়বে সর্বদা।
সেই তরতাজা যুবক আসছে ১৩ নং জোয়াগ ইউনিয়ন পরিষদের নির্বাচনে যার সর্বস্তরের জনগনের নয়নমনি বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট ব্যাবসায়ী ।
তিনিই পারবেন সমাজকে সাঁজাতে তাই আমরা তাকেই আমাদের
চেয়ারম্যান_হিসেবে_চাই ।