জাতীয়
জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থীরা লাঙ্গলের প্রার্থী হয়েই নির্বাচনে লড়বে- এরশাদ

জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থীরা লাঙ্গলের প্রার্থী হয়েই
নির্বাচনে লড়বে- এরশাদ
ঢাকা-২৭ ডিসেম্বর বৃহস্পতিবার ২০১৮ :
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী চলচ্চিত্র নায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)-কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ বিকেলে আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন পাঠান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারা’র বাসভবনে এসে সমর্থন ও দোয়া চান।
উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু সম্পাদকমন্ডলীর শফিউল্লাহ শফি, মোঃ হেলাল উদ্দিন হেলাল, সুলতান মাহমুদ, এম.এ. রাজ্জাক খান, কাজী আবুল খায়ের, রেজাউল করিম রেজা, লুৎফুর রেজা খোকন, এনাম জয়নাল আবেদীন, অনন্যা হুসেইন মৌসুমী, মনোয়ারা তাহের মানু, শারমিন পারভিন লিজা, শামীম আহমেদ রিজভী প্রমুখ নেতৃবৃন্দ।
বিকালে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ঢাকা-১৭ আসনে নায়ক ফারুককে আমি পূর্ণ সমর্থন দিয়েছি। তিনি বলেন, মহাজোটের প্রতি আমাদের পূর্ন সমর্থন রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এসময় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, রংপুরে আমি নির্বাচন করছি, কিন্তু যেতে পারিনি। আমি যেতে না পারলেও ঐ আসনে জিতবেন বলেও আশা প্রকাশ করেন সাবেক এই রাষ্ট্রপতি।
এসময় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, এখন থেকে জাতীয় পার্টির প্রার্থীরা মহাজোটের সাথে এক হয়ে কাজ করবে। তবে, যে আসনগুলোতে জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থী আছে তারা লাঙ্গলের প্রার্থী হয়েই নির্বাচনে লড়বে।
বার্তা প্রেরক,
এমএ রাজ্জাক খান
যুগ্ম-দফতর সম্পাদক
জাতীয় পার্টি





