
চান্দিনায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো, জয় বাংলা স্কোয়াড এর সেচ্ছাসেবীগন।
আজ ১১/০৫/২০২০ইং গল্লাই ইউনিয়ন কেশেরা গ্রামের এক অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেন, চান্দিনা উপজেলা জয় বাংলা স্কোয়াড এর সমন্বয়ক কাউছার আলম আপন,এবং সেচ্ছাসেবী গন।
অসহায় কৃষক জয়বাংলা স্কোয়াডের হট লাইনে কল করায় সাথে সাথেই সেচ্ছাসেবীগন কেশেরা গ্রামে পৌছে,ধান কেটে বাড়ি পৌছে দেয়,কৃষক জয় বাংলা স্কোয়াড এর নেতৃবৃন্দ এবং জয়বাংলা স্কোয়াড এর প্রধান সমন্বয়ক ভূইয়া মো ফয়েজ উল্লাহ মানিক কে ধন্যবাদ জানায়।