কুমিল্লা সদরজেলার খবর

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যাবসায়ি নিহত!

ডেস্ক রিপোর্ট ● কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাকির হোসেন ওরফে কালা জাকির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। যিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।সে দেড় ডজন মামলার আসামি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে জেলার সদর উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জাকির নগরীর শাসনগাছা এলাকার সুলতান আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও দ্রুত বিচার আইনসহ বিভিন্ন অপরাধে অন্তত দেড় ডজনের মতো মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker