তিতাস

কুমিল্লার তিতাস বাজারে ভ্রাম্যমান আদালতের অ‌ভিযান

কুমিল্লার তিতাস বাজারে ভ্রাম্যমান আদালতের অ‌ভিযান

 

কাউসার আহমেদ

১৬ এপিল মঙ্গলবার  জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে তিতাস উপ‌জেলার বাতাকা‌ন্দি বাজা‌রে এক তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরি‌বে‌শে খাবার প্রস্তু‌তের অ‌ভি‌যো‌গে সবুজ বাংলা রে‌স্তোরাঁ‌কে ১০,০০০ টাকা, ‌বেকা‌রি‌তে ক্ষ‌তিকারক কাপ‌ড়ের রং ব্যবহার করায় খাজা বেকা‌রি‌কে ৫০,০০০ টাকা, অ‌বৈধ প্র‌ক্রিয়ায় খাদ্য প্র‌ক্রিয়া কর‌ণের অ‌ভি‌যে‌া‌গে শশী রে‌স্তোরাঁকে ৮,০০০ টাকা, মেয়াদ উত্তীর্ণ  ঔষধ রাখায় পল্ল‌ীমা মে‌ডি‌কেল হল‌কে ৩,০০০ টাক‌া ও মাং‌সের ওজ‌নে কারচূ‌পি করায় ম‌নি‌রের মাং‌সের দোকান‌কে ১,০০০ টাকাসহ ৫ ব্যবসা প্র‌তিষ্ঠান‌কে প্রশাস‌নিক ব্যবস্থায় ৭২,০০০ টাকা জরিমানা করা হয়। সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর সাইদুর রহমান ও এএসঅাই  সে‌লি‌মের নেতৃ‌ত্বে তিতাস থানা পু‌লিশের এক‌টি টিম এ কা‌জে সা‌র্বিক সহ‌যোগিতা ক‌রেন। জনস্বা‌র্থে  এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker