দাউদকান্দি
দাউদকান্দিতে ৩০ পিছ ইয়াবা সহ গ্রেফতার।

দাউদকান্দিতে ৩০ পিছ ইয়াবা সহ গ্রেফতার।
২০ জুন বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক সম্রাট মোঃ দিদার হোসেনকে ৩০ পিছ ইয়াবা সহ গ্রেফতার।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ এসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর দক্ষিণ গ্রাম থেকে গোপন সংবাদের বৃত্তিতে মাদক সম্রাট মোঃ দিদার হোসেন (৩২) কে ৩০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।
মোঃ দিদার হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর দক্ষিণ গ্রামের নূরুল ইসলাম ( ইসলামের) পুত্র। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত। তার গ্রেফতারে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আসামীকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।





