চান্দিনারাজনীতি

উপজেলা পরিষদ নির্বাচন; চান্দিনায় চার কেন্দ্রে পুনঃনির্বাচন ১৭ এপ্রিল

উপজেলা পরিষদ নির্বাচন;

চান্দিনায় চার কেন্দ্রে পুনঃনির্বাচন ১৭ এপ্রিল

 

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা

চতুর্থ ধাপে অনুষ্ঠিত চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত চার কেন্দ্রের পুনঃনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল ওই চারটি কেন্দ্রে শুধুমাত্র চেয়ারম্যান পদের প্রার্থীদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

চান্দিনা উপজেলায় স্থগিত চার কেন্দ্রের মোট ভোটের চেয়ে ৮০টি কেন্দ্রের ফলাফলে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের প্রাপ্ত ভোট বেশি হওয়ায় ওই দুই পদের ফলাফল ৩১ মার্চ প্রকাশিত হয়। ফলাফল স্থগিত হয় শুধুমাত্র চেয়ারম্যান পদের প্রার্থীর। যারফলে আগামী ১৭ এপ্রিল চান্দিনার চারটি কেন্দ্রে শুধুমাত্র চেয়ারম্যান পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

৩১ মার্চ অনুষ্ঠিত চান্দিনা উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্র স্থগিত হওয়ায় ৮০টি ভোট কেন্দ্রের ফলাফলে আনারস প্রতীকের প্রার্থী মজিবুল হক থেকে  ১৩ হাজার ৩৬২ ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তপন বক্সী। আর স্থগিত চার কেন্দ্রের মোট ভোট রয়েছে ১৪ হাজার ৩৭৪ ভোট। এর মধ্যে নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৮৯৬, গল্লাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৬৯৩, দারোরা জামেয়া ইসলামী মাদ্রাসা ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২১ এবং জোয়াগ আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭৬৪।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker