শিক্ষাঙ্গন
চান্দিনার দোল্লাই নবাবপুর আলোঘর লাইব্রেরী হস্তান্তর

চান্দিনার দোল্লাই নবাবপুর আলোঘর লাইব্রেরী হস্তান্তর
আলিফ মাহমুদ কায়সার ঃ
বই পুঁকদের অবসর সময় কাটানোর প্রিয় জায়গা আলোঘর দোল্লাই নবাবপুর লাইব্রেরী এখন স্থান পরিবর্তন হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার দ্বি পাক্ষিক চুক্তিপত্রের মাধ্যমে দোল্লাই নবাবপুর আলোঘর পূর্ব নির্ধারিত জায়গা পূবালী ব্যাংক সংলগ্ন অালী আশরাফ শপিং কমপ্লেক্স থেকে দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সে সময় উপস্থিত থেকে দিশার প্রোগ্রাম ম্যানেজার আনিছুর রহমান ও রাকিবুল হাসান এর কাছ থেকে দোল্লাই নবাবপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা আক্তার আলোঘর লাইব্রেরীর সকল আসবাবপত্র, কম্পিউটার, বই ইত্যাদি গ্রহন করেন।
গ্রহনকালে প্রধান শিক্ষক রৌশন আক্তার উক্ত লাইব্রেরীটি একটি আধুনিক কম্পিউটারাইজড একটি পাঠাগার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তবে এক্ষেত্রে স্থান পরিবর্তনের কারনে বিদ্যালয়ের কর্তৃপক্ষের নিয়ম অনুসারে আলোঘর পরিচালনা করা হবে বলে জানান দেন তিনি।





