চান্দিনা
প্রস্তাবিত ভাবনীখোলা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে ইন্জিঃআমির হোসেন সর্বস্থরের সবাইকে ঈদ মোবারক জানান।

প্রস্তাবিত ভাবনীখোলা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে ইন্জিঃআমির হোসেন সর্বস্থরের সবাইকে ঈদ মোবারক জানান।
স্টাপ রিপোর্টারঃ কেরামত আলী।
কুমিল্লা চান্দিনার মাইজখার ইউনিয়ন(প্রস্তাবিত)ভাবনীখোলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান সফল ওয়ার্ড মেম্বার জনাব জালাল হোসেন এর পক্ষ থেকে উক্ত ইউনিয়নের বর্তমান রেমিটেন্স যোদ্ধা সৌদি আরব প্রবাসী ইন্জিনিয়ার আমির হোসেন মাইজখার ইউনিয়নের সর্বস্থরের জনগন ও দেশ বিদেশের সকল কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
চান্দিনার মাইজখার ইউনিয়নের প্রস্তাবিত ভাবনীখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ জালাল হোসেন মেম্বার এর পক্ষ থেকে সবাইর কাছে দোয়া ও সমর্থন চান। তিনি বলেন বর্তমান মোঃ জালাল মেম্বার তিনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন,তাই আগামীর ভাবনীখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেই যোগ্য অভিবাবক।





