চান্দিনা
নিজস্ব অর্থায়নে বামনীখোলা টু বাল্লারচর রাস্তার সংস্কার করলেন সেলিম প্রধান।

নিজস্ব অর্থায়নে বামনীখোলা টু বাল্লারচর রাস্তার সংস্কার করলেন সেলিম প্রধান।
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি। আজ ১৯ জুলাই রবিবার,কুমিল্লা চান্দিনার ৯ নং মাইজখার ইউনিয়নের দুই দুই বার নির্বাচিত সফল সেরা চেয়ারম্যান জননেতা,চান্দিনা উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শাহ্ সেলিম প্রধান চেয়ারম্যান এর নিজস্ব অর্থায়নে বামনীখোলা টু বাল্লারচর রাস্তাটি ইটের কংক্রিট দিয়ে সংস্কার করা হয় চা চলমান এই সময় উপস্থিত ছিলেন মাইজখার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক সৎ নিষ্ঠাবান যুব সমাজের জনপ্রিয় ব্যাক্তিত্ব, বর্তমান সফল ওয়ার্ড মেম্বার মোঃ জালাল হোসেন সহ স্থানীয় নেতাকর্মী সহ প্রমূখ।





