চান্দিনারাজনীতি

চান্দিনার জোয়াগ ইউনিয়নের ওরাইন বাজারে নৌকা ও আনারস সমর্থকদের সংঘর্ষ

চান্দিনার জোয়াগ ইউনিয়নের ওরাইন বাজারে নৌকা ও আনারস সমর্থকদের সংঘর্ষ

 

স্থানীয় প্রতিনিধিঃ হোসাইন আহমেদ।

কুমিল্লা চান্দিনা উপজেলার ওরাইন বাজারে নৌকা ও আনারস সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে এতে নৌকা ও আনারস মার্কার ৭ নেতাকর্মী আহত হয়েছে।

 

আজ পূর্ব ঘোষিত জোয়াগ ইউনিয়নের ছাত্রলীগ যুবলীগ সেচ্ছাসেবকলীগ তাঁতী লীগ ও স্থানীয় আওয়ামীলীগের গনসংযোগ ও প্রচারণা ও বিশাল শোডাউন অনুষ্ঠিত হয় দুপুর ২ টায় সকল নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদে একত্রিত হয়ে নৌকা চশমা পদ্ধফুল মার্কার বিশাল শোডাউন জোয়াগ দক্ষিণ বাজার হইতে ওরাইন বাজারে যাওয়ার পর গনসংযোগ করার পূর্ব মূর্হতে স্থানীয় আনারস মার্কার সমর্থিত নেতা মোঃ মাসুদ এর উপর ছাত্রলীগ নেতারা আক্রমন করে এই সময় ধৌরে মোঃ মাসুদ স্থানীয় ফার্মেসীতে আশ্রয় নেয় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় নৌকার সমর্থিত নেতাকর্মীরা সবাই গুলিঁচোর দিকে যাওয়ার পর খবর যায় স্থানীয় আনারস মার্কার নেতাকর্মীরা একট্রা হয়ে কিছু নৌকার নেতাকর্মীদের দাওয়া করে এমতবস্থায় নৌকার নেতাকর্মীরা ওরাইন এসে সংঘর্ষে ভয়াবহ আকার ধারণ করে নৌকার সমর্থকরা মোঃ মাসুদের বসত বাড়িতে আক্রমণ করলে আনারস সমর্থকরা উল্টা সংঘর্ষ জড়িয়ে পরে।এই সময় নৌকার সমর্থক এক কর্মীকে পুলিশ আটক করে এতে গুরুত্বর আহত হয় স্থানীয় স্ব ঘোষিত জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ সেলিম সহ আরও তিন নেতাকর্মী সহ আনারস প্রতীকের সমর্থক মোঃ মাসুদ সহ তার বাড়ির আরও দুইজন এদের সবাইকে চান্দিনা সরকারি হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরা জোয়াগ ইউনিয়নে ধমধমে বিরাজ করেছে।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker