আন্তর্জাতিকজাতীয়

সম্পাদক ওমর ফারুকের একমাত্র ছেলে কুরআনে হাফেজ হলেন দোয়া চাইলেন সবার কাছে।

সম্পাদক ওমর ফারুকের একমাত্র ছেলে কুরআনে হাফেজ হলেন দোয়া চাইলেন সবার কাছে। 

 

স্থানীয় প্রতিনিধিঃকাউসার আহমেদ

 

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল“ চান্দিনারসময়২৪,কম পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব ওমর ফারুকের একমাত্র ছেলে(মারকাজুল ফোরকান আইডিয়াল মাদ্রাসা ও হেফজ খানা মুগদা,ঢাকা প্রথম হেফজ বিভাগে ভর্তি হন সেখানে ১ বছর অধ্যায়ন করে কুমিল্লা চান্দিনার ১৩নং জোয়াগ ইউনিয়নের উত্তর জোয়াগ মদিনাতূল উলূম হাফিজিয়া নূরানী মাদ্রাসায় দীর্ঘ দেড় বছর পড়াশোনা করে পুরো ৩০পারা কোরআন শরীফ মুখস্থ করা শেষ করেন গতকাল। তিনি দেশ বিদেশের সবাইর কাছে দোয়া কামনা করেন। 

 

 

    

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker