চান্দিনা
চান্দিনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

চান্দিনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর অংশে পেট্রোল পাম্প এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হয়েছে। রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় নিহতরা হলেন ফেনী জেলার ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী, তার স্ত্রী জাহানারা আক্তার এবং শ্যালিকা সালমা আক্তার।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ প্রেমধন মজুমদার জানান, আনুমানিক সকাল সাড়ে ৭টায় ইলিয়টগঞ্জ কুটুম্বপুর এলাকায় বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে সজোরে সংঘর্ষ হয়। পরে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ীতে থাকা তিন জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটিও উদ্ধার করা হয়েছে।





