চান্দিনাজাতীয়রাজনীতি

অলির গাড়িতে হামলা এলডিপির নিজস্ব নাটক : ডা. প্রাণ গোপাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘কর্নেল (অব.) অলি আহমেদের গাড়ি আওয়ামীলীগ নেতা-কর্মীরা ভাঙ্গেনি, কেন্দ্রিয় ভাবে রাজনৈতিক ফায়দা লুটতে তা এলডিপি’র নিজস্ব নাটক’।শুক্রবার বিকেলে কুমিল্লার চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডা. প্রাণ গোপাল বলেন, বৃহস্পতিবার চান্দিনায় এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম এর গাড়ি ভাঙচুরের ঘটনা নিয়ে মিথ্যাচার করছে এলডিপি। কর্নেল অলি আহমেদ এর বহনকারী গাড়িটির সামনে ৫টি এবং পিছনে ৪-৬ গাড়ি থাকার পরও মাঝখানের গাড়িটিতে অন্য কোন লোকজন হামলা করতে পারে না। এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ রাজনৈতিক ফায়দা লুটতে নিজের লোকজন দিয়ে এ হামলার নাটক সৃষ্টি করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker