দাউদকান্দি

দাউদকান্দি বলদাখাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ীতে ৮০ কেজি গাঁজা সহ আটক ১

কুমিল্লার দাউদকান্দি বলদাখাল  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ীতে ৮০ কেজি গাঁজা সহ আটক ১

 

 

কুমিল্লায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

 

গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে গাড়ির চালক ইদ্রিস মিয়াকে (৫৮)।

 

শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার  দাউদকান্দির বলদাখাল এলাকায় এ অভিযান চালায় দাউদকান্দি মডেল পুলিশ।

 

আটক ইদ্রিস মিয়া খুলনার রুপসা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। ঢাকার আজিমপুরে তার বাসা।

 

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকালের দাউদকান্দি বলদাখাল বিআরটিসি কাউন্টার সামনে ঢাকাগামী একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-খ-১২-৩৭১৫) তল্লাশি চালায় পুলিশ। এসময় গাড়ির ভেতর থেকে ৮টি প্যাকেটে ৮০ কেজি গাঁজাসহ গাড়ির চালক মোঃ ইদ্রিস মিয়াকে আটক করা হয়।

 

ওসি জানান, গাড়িটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো রয়েছে। গাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker