জেলার খবর

কুমিল্লা মাদক বিরোধী অভিযানে ১৩৬ জন আটক, ৯৭টি মাদক মামলা

কুমিল্লা জেলাজুড়ে মাদক অভিযান চলছে। ১৬ ফেব্রুয়ারি জেলাজুড়ে বিভিন্ন থানায় ৯৭টি মাদক মামলা হয়েছে। এসব মামলায় ১৩৬ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারিকে আটক করা হয়েছে। এসব অভিযানে ১৩ হাজার ৬২৮ পিস ইয়াবা, ৫০ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ৩৮ বোতল ফেন্সিডিল, ২৩ বোতল ইস্কাপ সিরাপ, ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৭ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদের সাজা ও জরিমানা প্রদান করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। জেলা পুলিশ জানায়, কুমিল্লা জেলা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর নির্দেশক্রমে জেলার সকল ইউনিটে গত ১৩ ফেব্রুয়ারি হতে শুরু হওয়া ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাদক বিরোধী অভিযান চলবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker