চান্দিনা
শিশুকে দুধ খাওয়াতে কোনো মা যেন মানসিক বিড়ম্বনায় না পড়ে সে জন্য বেস্ট ফিডিং কর্ণার সেবা চালু
উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স_চান্দিনা_কুমিল্লা

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে এসে শিশুকে দুধ খাওয়াতে কোনো মা যেন মানসিক বিড়ম্বনায় না পড়ে সে জন্য বেস্ট ফিডিং কর্ণার সেবা চালু করেছেন সুযোগ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড মো আরিফুর রহমান । এটি শিশুর নিরাপদ স্বাস্থ্য সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার।চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা গ্রহণকালে শিশুদের স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্বের জন্য এই সেবা।
উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স_চান্দিনা_কুমিল্লা।