আন্তর্জাতিকনারী ও শিশু

কুমিল্লার চান্দিনায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষাপেল ৫ ম শ্রেণীর ছাত্রী অাখিঁ অাক্তার,

কুমিল্লার চান্দিনায় ইউএনও’র হস্তক্ষেপে

বাল্য বিয়ে থেকে রক্ষাপেল ৫ ম শ্রেণীর ছাত্রী অাখিঁ অাক্তার,

কুমিল্লার চান্দিনায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষাপেল ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী অাখিঁ অাক্তার (১২)। বিয়ের সকল আনুষ্ঠানিকতা অর্থাৎ বর ও কণে পক্ষের দেনা-পাওনার হিসাব, গায়ে হলুদ, কণের বাড়ির বিয়ের গেইট, পেন্ডেল, খাবার আয়োজন সব কিছুই সম্পন্ন। বিয়ের পিড়িতে বসাতে কণের সাজও চলছিল। বর যাত্রীও গাড়ি বহর নিয়ে কণের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, ঠিক সেই সময় চান্দিনা উপজেলা নির্বাহী  অফিসার এসএম জাকারিয়া,ও চান্দিনা থানা অফিসার ইনচার্জ( ওসি) মোঃ আবুল ফয়সল বাল্য বিয়ের সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে হাজির হলেন। মূহুর্তের মধ্যেই আনন্দ-ঘন পরিবেশে স্তব্ধতায় বিষাদের ছায়া নেমে আসে।

 

ঘটনাটি ঘটে  ২৭ ফেব্রুয়ারি ( বুধবার) দুপুর ৩ টায় কুমিল্লার চান্দিনা পৌর সভার পূর্ব বেলাশহর গ্রামের মো নুরু মিয়ার বাড়িতে। কণে অাখিঁ অাক্তার  ‘ পূর্ব বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়’র ৫ম শ্রেণীর ছাত্রী এবং পূর্ব বেলাশহর গ্রামের নুরু মিয়া কণ্যা। বর রাসেল প্রতিবন্ধী  (২৬) একই পূর্ব বেলা শহর-গ্রামের   গ্রামের মো রতন মিয়ার পুত্র।

 

বিয়েতে মত- অ-মতের বিষয়ে প্রশ্ন করা হলে অাখিঁ অাক্তার  নিশ্চুপ থাকলেও তার মা’বলেন, মেয়ে ডাঙ্গর হয়েছে, ছেলেরা পিছু লেগেছে, মেয়েও ছাত্রী হিসেবে ভালো না, দিনকাল খারাপ তাই মেয়ের বিয়ের আয়োজন করেছি। কনের বাবা নুরু মিয়া বলেন, ভালো পাত্র পাওয়া মুশকিল, ছেলেটা প্রতিবন্ধী, ওখানে একটি ব্রিক ফিল্ড এ কাজ করে। তার পিতা-মাতার ইচ্ছেতে এবং ভালো পাত্র পেলাম তাই বিয়ের আয়োজন করেছি।

 

এক পর্যায়ে কণের পিতা-মাতা বাল্য বিয়ের কুফল  সম্পর্কে অবগত হয়ে বিয়ে না দেয়ার পক্ষে মতদেন এবং উভয় পক্ষের  নিকট অঙ্গিকার পত্রও জমাদেন বর  পক্ষের পিতা মোঃ রতন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন । তবে তাদের অনুরোধ ছিল বরপক্ষ কণের বাড়িতে আসবেন এবং খাবার খেয়ে চলে যাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাকারিয়া কণে পক্ষকে সাফ জানিয়ে দেন,-বর পক্ষ আসলে সবাইকে গ্রেফতার করা হবে। কারন বর আসলে তার প্রতি মায়া দেখিয়ে আজ না হোক দু/একদিন পর গোপনে অন্যত্র বিয়ে সম্পন্ন করে ফেলবে। অতিত অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা নিজেদের আত্মীয়-স্বজনদের খাবারের ব্যবস্থা করুন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker