অর্থনীতিআন্তর্জাতিক
জাতির উদ্দেশ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরাম খানের ভাষন।।।

জাতির উদ্দেশ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরাম খানের ভাষন।।।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছে কাশ্মীরে যখন ভারতীয় সেনা নিহত হয় তখন তিনি দুঃখ প্রকাশ করেছেন।যখন ভারত পাকিস্তানের উপর দোষারোপ করলো তখন ইমরান খান লাইভে এসে বলেছে যে আমার দেশের কেউ যদি জড়িত থাকে তাহলে আমি ব্যক্তিগত ভাবে সেটা তদন্ত করবো।
কিন্থু ভারত আমার কথা শুনেনি তারা গতকাল আমার দেশে এসে বিমান হামলা চালিয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভারত কে এর জবাব দিতে হবে। তাই আজ সকালে ভারতীয়২ টি যুদ্ধ বিমান আমরা টার্গেট করে ধংষ করে দিয়েছি। এবং একজন পাইলট কে গ্রেফতার করেছি।ভারতকে এটা বলতে চাই ভারত যদি আমাদের দেশে এসে বোমা নিক্ষেপ করতে পারে তাহলে আমরাও তাদের দেশে গিয়ে হামলা করতে পারি।
ইমরান খান বলেন এবার আগে দেখা যাবে কি হয় কারণ যুদ্ধ আমরা চাইনা,,কারণ যুদ্ধ শুরু হলে এটা কোথায় গিয়ে শেষ হবে কেউ জানেনা প্রথম বিশ্ব যুদ্ধ ৬ মাসের ছিলো সেটা ৬ বছর লেগে গিয়েছে। তারপর ও ভারত যদি যুদ্ধ চাই আমরা প্রস্তুত আছি।