জাতীয়

কুমিল্লার চান্দিনা কুটুম্বপুর সামিট পাওয়ার কোম্পানির ৩৩ কেভি বিদ্যুৎ লাইনটি বর্তমানে মরন ফাঁদে পরিনত?

কুমিল্লার চান্দিনা কুটুম্বপুর সামিট পাওয়ার কোম্পানির ৩৩ কেভি বিদ্যুৎ লাইনটি বর্তমানে মরন ফাঁদে পরিনত?

 

রিপন অাহমেদ ভূইয়া।

কুমিল্লার চান্দিনা কুটুম্বপুর সামিট পাওয়ার কোম্পানির ৩৩ কেভি বিদ্যুতের যে লাইন নিয়েছে  চান্দিনা কুটুম্বপুর থেকে ইলিয়টগন্জ হয়ে  কুমিল্লার মেঘনায় । সাধারন মানুষের জায়গা জমি নষ্ট করে ভূমি থেকে মাত্র ৮ – ১০ ফুট উপড় দিয়ে কোম্পানি লাইন নিয়েছে। যা নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকি। গত ৫ বছর আগেকুমিল্লারইলিয়টগন্জের লক্ষীপুর গ্রামে একসাথে দুইজন মানুষ মারা যায় বিদ্যুতে লেগে।এ পর্যন্ত লক্ষীপুর গ্রামে প্রায় ৪-৫ জন মানুষ মারা যায় বিদ্যুতে লেগে। চান্দিনা কুটুম্বপুর সামিট পাওয়ার কোম্পানির লাইন টি বর্তমানে  মরন ফাদেঁ পরিনত হয়েছে। এ দিকে মানুষের ভিটে মাটির উপর দিয়ে লাইন টি যাওয়াতে অনেক মানুষ ভিটে মাটি হারা হয়েছে। এত নীচে দিয়ে লাইন যাওয়াতে মানুষ সব সময় আতংকে থাকে যে কখন জানি দুর্ঘটনা ঘটে। গত ১৮ বছর যাবত মানুষ আতংকে আছে। বর্তমানে চান্দিনা কুটুম্বপুর সামিট পাওয়ার কোম্পানি আবারো আগের লাইনের সাথে আরো তিন টি কভার হীন তার ( আগের তার ও কভার হীন)  সংযোগ করতে যাচ্ছে, যা নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকী স্বরুপ। যে কোন সময়, যে কোন জায়গায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি। এমতাবস্থায় উক্ত চান্দিনা কুটুম্বপুর পাওয়ার কোম্পানি টি বন্ধ করা অত্যন্ত জরুরী হয়ে পরেছে।  কর্তৃপক্ষের কাছে  এলাকাবাসীর অনুরোধ, বিষয় টা বিবেচনা করে  মানুষের জান মালের কথা বিবেচনা করে কুমিল্লার চান্দিনা কুটুম্বপুর সামিট পাওয়া কোম্পানি   বিদ্যুৎ লাইনটি অনতি বিলম্বে বন্ধ করা হউক।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker