জাতীয়

চান্দিনা পৌর সভার সড়ক সংস্কার, আর কত?একদিন না যেতেই রাস্তায় গর্ত।

চান্দিনা পৌর সভার সড়ক সংস্কার, আর কত?একদিন না যেতেই রাস্তায় গর্ত।

 

রিপন অাহমেদ ভূইয়া।

সংস্কারের এক দিন পরেই সড়কে কার্পেটিং উঠে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। সে গর্তে বৃষ্টির পানি জমে সড়কে সৃষ্টি হয়েছে বেহাল দশা। কুমিল্লার চান্দিনা পৌরসভাকে বিশ্ব ব্যাংকের প্রায় ১৩ কোটি টাকা অর্থায়নের একটি প্রজক্টের অংশ ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’ নামে পরিচিত পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। চান্দিনা সদর বাজারের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই সড়কটির সংস্কার কাজ চলে আসছিল বহুদিন ধরে। সড়কের দু’পাশে ড্রেনেজ ব্যবস্থার কাজ চলায় সামান্য বৃষ্টি হলেই সড়কে খানাখন্দ সৃষ্টি হয়ে পানি জমে যেত। বহুল প্রত্যাশিত এই সড়কটির সংস্কার হোক এ প্রত্যাশা পৌরবাসীর ছিল বহু আগ থেকেই। বিশ্বব্যাংকের অর্থায়নে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের একটি অংশ ছিল এই সড়কটির সংস্কার কাজ। যেটি পালকি সিনেমা হল থেকে শুরু করে চান্দিনা থানা রোডের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় মিশে গেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, এর আগে সড়কটির সংস্কার কাজে নিম্নমানের ইটের খোয়া আর সুড়কি ব্যবহারের অভিযোগও উঠেছিল। তবে কি কারণে রাস্তার এই সংস্কার কাজের সাথে সংশ্লিষ্টরা ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায় তা আজও চান্দিনা পৌরবাসীর অজানা। তবে সবকিছু ছাপিয়ে বিশ্বব্যাংকের অর্থে এবারের সংস্কার কাজটি ভাল হবে-এমনটাই প্রত্যাশা করেছিল স্থানীয়রা। তবে এবারও সড়কের সংস্কার কাজের মান নিযে প্রশ্ন উঠেছে। ঢালাইয়ের মাত্র ১দিন পরে বৃষ্টির পানিতে সড়কের পিচ উঠে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে, জমে গেছে পানি। সড়কের পাশে মোটরসাইকেল পার্কিং করে রাখলেও মোটরসাইকেল এর ভারে দেবে যায় সড়কের পিচ-ঢালাই। সড়কের নিম্নমানের সংস্কার কাজ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে।

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker