
চান্দিনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো ঘিরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। এগুলোর খোঁজখবর না নিয়ে অর্থের বিনিময়ে অনুমোদন দেওয়া হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। ফলে কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে চিকিৎসা ব্যবসা চালিয়ে যাচ্ছে।সরকারি হাসপাতালের কাছাকাছি ও উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা দালালনির্ভর এসব ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সর্বস্বান্ত হচ্ছে গ্রামের নিরীহ মানুষ। এতে সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে দিন দিন।প্রশাসনিক অভিযান চালিয়ে এসব অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবি সাধারণ মানুষের।