তথ্য প্রযুক্তি

চাঁদপুর কচুয়া রহিমানগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড,১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

চাঁদপুর কচুয়া রহিমানগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড,১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

 

কাউসার আহমেদ

চাদঁপুর কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর উত্তর বাজারে সোমবার বিকাল পৌনে ৫টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কাসেমুল উলুম মাদরাসা ও এতিমখানা এবং সংলগ্ন ১টি আধাপাকা মসজিদসহ ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকান গুলোর মধ্যে রয়েছে মোবাইল ফোন ও ফ্লেক্সিলোড, বিকাশ, কম্পিউটার, কনফেকশনারি, লাইব্রেরী, মুদি, স্ট্রেশনারী ও লেপ তোষকের দোকান। অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান ১০কোটি টাকার হবে বলে অনুমান করা হচ্ছে।

খবর পেয়ে কচুয়া ও শাহরাস্তি থেকে ফায়ার- সার্ভিসের কর্মীরা ৪০/৪২ মিনিট পর ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ ও স্থানীয় জনগনের সহায়তায় প্রায় ঘণ্টা ব্যাপি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের সূত্রপাতের সঠিক কারন জানা যায়নি। তবে কাসেমুল উলুম মাদরাসার পাক ঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।

 

    

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker