আন্তর্জাতিক

৫৮ বছরের বৃদ্ধের পেটে ২২০০ পিস ইয়াবা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পেটের ভেতর ইয়াবা বহনের অপরাধে মো. বিল্লাল হোসেন (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।  আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় বিসমিল্লাহ হাউজ নামক একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

 

গ্রেফতারের পর তার পেট হতে পায়ুপথে ২ হাজার ২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি করে মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা, আরও ২ শত পিস ইয়াবাসহ মোট ২ হাজার ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব।র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মো. বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে পেটের ভিতর করে কক্সবাজার থেকে ইয়াবা পাচারের সাথে জড়িত। র‌্যাব-১১ এর একটি বিশেষ দল দীর্ঘদিন ধরে তার গতিবিধি নজরদারি করছিল। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে করে শিমরাইল মোড়ে নেমে তার বাসায় পৌছাঁনো মাত্র গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর নিশ্চিত হওয়ার লক্ষ্যে বিল্লালকে আদমজী আলিফ ডায়গনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়। পরে সে বিশেষ কৌশলে পায়ুপথে ২ হাজার ২’শ পিস ইয়াবা বের করে দেয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker