রাজনীতি
চান্দিনায় পৌর আওয়ামীলীগের দুই নেতার স্মরণে শোকসভা ও মিলাদ

চান্দিনায় পৌর আওয়ামীলীগের দুই নেতার স্মরণে শোকসভা ও মিলাদ
মো. আবদুল বাতেন
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি প্রয়াত মো. জয়নাল আবেদীন সরকার ও সাধারণ সম্পাদক প্রয়াত আবু তাহের এর স্মরণে শোকসভা, মিলাদ, মাহফিল ও দোয়া অনুষ্ঠান বুধবার (২৩ জানুয়ারি) বিকালে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চান্দিনা পৌর আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়েজিত শোক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।
পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদকস হাজী মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে এবং পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজদ এর সঞ্চালনায় এতে প্রয়াত দুই নেতার স্মৃতি চারণ করে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা দীপক আইচ, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি আবদুল জলিল কমিশনার, সম্পাদক মন্ডলী সদস্য অধ্যাপক কামরুল হাসান, পৌর আওয়ামীলীগ নেতা মো. মুজিবুর রহমান, মো. জাকির হোসেন লিটন, সুনিল সাহা মাস্টার, সাবেক পুলিশ কর্মকর্তা আবদুর রব, উপজেলা তাঁতীলীগ সদস্য সচিব মো. মোজাম্মেল হক প্রমুখ।





