দাউদকান্দি

দাউদকান্দিতে ৪ মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার।

দাউদকান্দিতে ৪ মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার।

 

 

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সনিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকা  থেকে ০১ কেজি ১০০ গ্রাম গাজা সহ মাদক ব্যবসায়ী ১.বিকাশ ভৌমিক(৫০), পিতা-মৃত শিবরাম ভৌমিক, সাং-বাতাবাড়িয়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা,এ/পি-চাঁদাগাঁও(মমিনের বাড়ীর ভাড়াটিয়া), থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ২.কাউছার(২৮), পিতা-মৃত ছামির উদ্দিন ( সোনা মিয়া,) সাং-বাইছড়া, ইউপি-বিতারা থানা-কচুয়া, জেলা-চাঁদপুর,বর্তমান সাং-চাঁদগাঁও (শহিদুল্লার বাড়ীর ভাড়াটিয়া),থানা-দাউদকান্দি জেলা-কুমিল্লা, ৩.মোঃ কাউছার(৪০) পিতা-মৃত সামাদ মিয়া, সাং-মাদলা, ইউপি-বিটেশ্বর বর্তমান সাং-চাঁদগাঁও(চুন্নু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ৪.আঃ রশিদ(৬০), পিতা-মৃত ইনু মিয়া, সাং-হাড়িয়ালা,থানা-দাউদকান্দি,জেলা-কুমিল্লাদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।

 

এব্যপারে  দাউদকান্দি মডেল থানায় মামলা নং-২৮, তাং-২৭/০৮/১৯ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ১৯(ক)/১৯ রুজু করা হয়।

মামলা দায়েরের পর আসামীদেরকে কুমিল্লা

বিজ্ঞ আদালতের সোপর্দ করা হইয়াছে।

 

 

 

 

Close