জাতীয়

কে শুনে কার কথা,পানিপাড়া বলে উঠে যায়,মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মহদ্বয়ের দৃষ্টি কামনা করছি।

কে শুনে কার কথা,পানিপাড়া বলে উঠে যায়,মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মহদ্বয়ের দৃষ্টি কামনা করছি।

খোলা চিঠি,,,,দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় এমপি মহদ্বয় কে,আপনিই পারেন এর সুষ্ট সমাধান দিতে,ই-মেইল করে জানিয়েছি,, সরাসরি কপি জি এম কে দিয়েছি।।নির্বাচন কমিশন উত্তম কুমার সেনের উপস্থিতিতে যুক্তি উপস্থাপন করেছি,,প্রার্থী গৌড়াঙ্গ বাবু ও ছিলেন।।।কিন্তু তারা অনড়।।।।কে শুনে কার কথা,,পানিপাড়া বলে উঠে যায়।।

প্রিয় বন্ধুগন সালাম নিবেন – একটা বিচার আপনাদের দরবারে-আমি কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সাবেক পরিচালক,(কোষাদক্ষ)RPCL পরিচালক ছিলাম।তার পরে নির্বাচনে আমি নির্বাচিত হই,,আমাদের বোর্ডে ৮ উপজেলার নির্বাচিত পরিচালকদের নিয়ে একটা মিনি সংসদ হয়- মুরাদ নগরের আঃখালেক সাহেব একজন প্রার্থী ছিলেন ওনার নির্বাচন হওয়ার কথা- নির্বাচন কমিশন অনির্বায্য কারন বশত নির্বাচন করান নাই।অপরাধ কার- খালেক সাহেব মহামান্য হাইকোর্টে ৭৭ নং মামলা দায়ের করেন।।আমরা বাকী যারা নির্বাচিত প্রতিনিথী গন এনুয়েল জেনারেল মিটিং মামলাজনিত কারনে করতে পারি নাই,,পরে দীর্ঘ সময় পার হল,,পরে মামলা শেষ হল-কিন্তু আমরা নির্বাচিত প্রতিনিথি গনকে বাদ দিয়ে চিলেকশান বোর্ড গঠন করে,,আমার আসনে সিলেকশান হন রামমোহন স্কুলের প্রধান শিক্ষক বাবু গৌড়াঙ্গ চন্দ্র রায়,, তিনি সুকৌশলে নির্বাচন কমিশন উত্তম কুমার সেনের সহায়তায় তার নিজ স্কুলে নির্বাচন কেন্দ্র করে নেয়।এখন এই আসনে প্রার্থী তিনজন চান্দিনা উপজেলায় আমি একজন,, দ্বিতীয় জন বরুড়া উপজেলার জাকির হোসেন- ঝলম।তৃতীয় জন বাবু গৌড়াঙ্গ চন্দ্র রায়,,প্রধান শিক্ষক- নিজ কেন্দ্র স্কুলের নাম/ পানিপাড়া স্কুল করে নেন।পূর্বে আমাদের কেন্দ্র নাবাবপুর উচ্চ বিদ্যালয়ে ছিল-আমরা ২ জন আমি+ জাকির হোসেন কেন্দ্র পরিবর্তন করে পুরাতন কেন্দ্র নবাবপুর/ কাদুটি উচ্চ বিদ্যালয় করার জন্য দরখাস্ত দাখিল করি,নির্বাচন কমিশনের সামনে আমি সুস্পষ্ট বক্তব্য দিয়েও কাজ হয় নাই।তার পর বিষয়টি আরইবির চেয়ারম্যানের নিকট সকল কাগজ পত্র সরাসরি কথা বলে জমা করি,,আমাদের উপজেলা চেয়ারম্যান সহ ৪ জন চেয়ারম্যান গন কেন্দ্র পরিবর্তনের সুপারিশ করেছিলেন।সেই কাগজ পত্র সহ সকল বিষয়টি আরইবির মাননীয় চেয়ারম্যান সাহেবের নিকট জমা দেই- বিচার পেলাম না।আমি এখন আপনাদের মতামত চাই,, ১৫০০ বছর আগে ৩৬০ আওলিয়া এদেশে এসেছিলেন-গৌড়াঙ্গ- রামমোহন- উত্তমকুমার সেনকি মিল- ডিজিটালাইজেশন।।মহারাজা নির্বাচন কমিশনার হেদায়েত উল্লাহ্ এবং উত্তমকুমার সেন তাদের বিচার কে করবে।।

Close