জাতীয়
কুমিল্লার দাউদকান্দি ইলিয়টগঞ্জ টামটা বিখ্যাত বাঙ্গি

কুমিল্লার দাউদকান্দি ইলিয়টগঞ্জ টামটা বিখ্যাত বাঙ্গি.
রিপন অাহমেদ ভূইয়া।
দাউদকান্দিতে এ বছর বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। উপজেলার ইলিয়টগঞ্জ, গৌরিপুর, টামটাসহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে বাঙ্গি চাষ হয়েছে। সারাদেশেই এ অঞ্চলের বাঙ্গির সুনাম ও চাহিদা থাকায় দামও ভালো পাওয়া যায়, ফলে এ অঞ্চলের বাঙ্গিচাষীদের মুখে দেখা যাচ্ছে খুশির ঝিলিক।





