জাতীয়শিক্ষাঙ্গন
চান্দিনা পিহর স:প্রা:বি: উন্নয়নের ছোঁয়া লাগেনি,দৃষ্টি আকর্ষণ করছি এমপি মহদ্বয়ের।

চান্দিনা পিহর স:প্রা:বি: উন্নয়নের ছোঁয়া লাগেনি,দৃষ্টি আকর্ষণ করছি এমপি মহদ্বয়ের।
সেলিম মাস্টার
কুমিল্লা চান্দিনা উপজেলার পিহর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন জরাজীর্ণ ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে দীর্ঘ তিন যুগ ধরে।
দেশের বাজেট অধিবেশনে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট প্রতিবছর দেওয়া হয় কিন্ত আজও তার উন্নয়নের ছোঁয়া এ গ্রামের ঐতিহ্যবাহী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটিকে স্পর্শ করেনি ।
পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি বিধায় প্রাথমিক বিদ্যালয়ে ছাএছাত্রীর সংখ্যা প্রতিবছর বাড়ছে, সে হারে অএ বিদ্যালয়ের ভৌত অবকাঠামোর উন্নয়ন বাড়েনি ।
জানামতে অএ বিদ্যালয়ের অনেক ছাএছাত্রী প্রধানমন্রীর দপ্তর সহ দেশের বিভিন্ন কার্যালয়ে অধিষ্ঠিত রয়েছেন এমনকি শিল্পকারখানা ও ব্যবসা বানিজ্যে সু-প্রতিষ্ঠিত অবস্হানে রয়েছেন । সে প্রেক্ষিতে হাতে-খড়ি লওয়ার প্রতিষ্ঠানটির প্রতি দুটি আখি রেখে উন্নয়নের দিকে নজর দেওয়ার জন্য জোর আবেদন করছি । তাই পুরাতন ভবনটিকে ভেঙ্গে নতুন ভবন নির্মান করে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করে নিরক্ষর মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের দৃষ্টগোচর করার জন্য সচেতনতামূলক নিউজটি প্রকাশ করা হইল ।
আমরা গর্বিত বাঙালী জাতী হিসেবে, এদেশের অনেক আবাল বনিতা অকাতরে প্রান দিয়ে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করেন । যার স্মৃতিপট হিসেবে দেশের প্রতিটি শিক্ষালয়ে শহীদদের স্মরনে শহীদ মিনার স্হাপন করে তাদের জন্য শ্রদ্ধা অর্ঘ করা হয় কিন্তু অত্যন্ত দু:খের বিষয় উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে কোন শহীদ মিনার ও স্হাপন করা হয়নি ।
এমতাবস্থায় সকলে উপরোল্লিখিত লেখার প্রতি গুরুত্বারোপ করে মাননীয় সংসদসদস্য মহোদয়ের দৃষ্টিগোচর সহ যথাযথ কতৃপক্ষের মাধ্যমে তা নির্মানের ব্যবস্হা গ্রহন করিতে বিশেষ ভাবে অনুরোধ করা গেল ।





