আন্তর্জাতিকজাতীয়

দুইদিন ব্যাপী কচুুয়ার উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিল শুরু

দুইদিন ব্যাপী কচুুয়ার উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিল শুরু
||আলিফ মাহমুদ কায়সার||
প্রখ্যাত আলেম ক্বারী ইব্রাহীম(রঃ) এর প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসা(উজানী)’র দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় বয়ানের মাধ্যমে শুরু হবে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার লক্ষাধিক ধর্মপ্রান মুসলমান প্রতিবারের ন্যায় এবারও মাহফিলে অংশ গ্রহনের প্রস্তুতি চলছে। বার্ষিক মাহফিল উপলক্ষে প্যান্ডেল ,সামিয়ানাসহ অন্যান্য প্রস্তুতির কাজ এগিয়ে চলছে।
উজানী জামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আ: রহমানের পরিচালনায় দেশ বরেন্য আলেমগন মুসলিম উম্মার সমৃদ্বি দ্বীন ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ন বয়ান রাখবেন।
উজানীর পীর সাহেব মাওলানা আশেক ইলাহী সাহেব শনিবার ফযরের নামাজের পর বিশেষ দোয়া ও আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন করবেন। মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবে ইলাহী হেদায়েতের নিয়তে জিকিরের সাথে মাহফিলে অংশ গ্রহনের জন্যে ধর্মপ্রান মুসল্লিদের অনুরোধ জানিয়েছেন।
এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে উজানী মাদ্রসার বার্ষিক মাহফিলে আসা মুসল্লিগন আশে পাশের গ্রামে মেহমানের আদরে আপ্যায়িত হওয়ার ব্যবস্থা থাকছে। মাহফিলে মুসলিম জাতীয় উম্মা ও দেশের সার্বিক কল্যানে মূল্যবান বয়ান রাখেন বাংলাদেশের খ্যাতনামা আলেমগন।
উল্লেখ্য যে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী ইব্রাহীম(র) সৌদি আরবের বিখ্যাত কেরাতে মাদ্রাসা সৌলদিয়ায় কেরাতের উপর উচ্চতর ডিগ্রী লাভ করেন ও কুরআন শিক্ষা লাভ করেন। সেখানে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। তিনি ভারতের গাংগুতে ফকিহে মিল্লাত আল্লামা রশীদ আহমেদ গাংগুলী(র) তত্বাবধানে সেখান থেকে আধ্যাতিকতার উৎকর্ষতা লাভ করেন। পরে ১৯০১ সালে ইসলাম প্রচারের জন্যে কচুয়া উপজেলার উজানীতে এসে জামিয়া ইসলামীয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker