আন্তর্জাতিকজাতীয়

চান্দিনায় মাজার, দরগায় হা-ম-লা ও গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধের মা-ম-লা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

চান্দিনায় মাজার, দরগায় হা-ম-লা ও গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধের মা-ম-লা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

।। চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।।

দেশের বিভিন্ন জেলায় সম্প্রতি মাজার, দরবার ও দরগাহ শরীফে হা-ম-লার নিন্দা জানিয়ে এবং ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী’র বিরুদ্ধে মা-ম-লাকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের জন্য কুমিল্লার চান্দিনায় মানববন্ধন ও সমাবেশ হয়।

আহলে সুন্নাত ওয়াল জামাআত উপজেলা কমিটির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে শনিবার (২১ ডিসেম্বর) সকালে ওই কর্মসূচি করে সংগঠনের নেতৃবৃন্দ ও সুন্নী জনতা। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে এসব ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

সংগঠনের সভাপতি মাওলানা কাজী মফিজুল ইসলাম সুন্নী আল কাদেরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা কাজী ছিদ্দিকুর রহমান নাজিরীর সঞ্চালনায় এতে বক্তৃতা করেন -পীর মাওলানা এম, এ, মবিন আনোয়ারী সুন্নী আল কাদেরী, মো: ফজলুর রহমান বকশী, সংগঠনের সহসভাপতি মুফতী বদিউল আলম সুন্নী আল কাদেরী, জয়েন্ট সেক্রেটারি মো: ফজলুল সাত্তার,মো: মনির হোসেন কাদেরী, মো: জাবের হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন মোজাহিদী, মাওলানা সালাহ উদ্দিন সুন্নী আল কাদেরী, অর্থ সম্পাদক- তাজুল ইসলাম কাদেরী, প্রচার সম্পাদক মাওলানা আহমাদ রেজা সোহাগ, মাওলানা মো: শামীম হোসেন কাদেরী, সহ সাংস্কৃতিক সম্পাদক মাওলানা বেলাল হোসেন আত্তারী, দপ্তর সম্পাদক মো: সালাহ উদ্দিন, মাওলানা হুমায়ুন কবির নাজিরী, সহ সমাজ কল্যান সম্পাদক মাওলানা কাজী আবদুর রশিদ,
মাওলানা কাজী হুমায়ুন কবির আজাদী, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা হাফেজ মাহফুজুর রহমান রেজভী, মাওলানা হাফেজ আমিনুল ইসলাম কাদেরী, হাফেজ মাওলানা মোজাম্মেল হক কাদেরী,হাফেজ মাওলানা বিল্লাল হোসেন কাদেরী, মাওলানা আবু হানিফ কাদেরী,মাওলানা আবদুল হাকিম নাজিরী, মাওলানা সাদ্দাম হোসেন রেজভী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মুখলেসুর রহমান মিয়াজি, মাওলানা আবদুল কাদের, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আহসান উল্লাহ,মাওলানা শাহ আলম, মাওলানা আলা উদ্দিন, মাওলানা আনোয়ার উল্লাহ, মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা ফয়সাল হোসেন,মো: নুরুল ইসলাম,আবদুল বারেক, প্রভাষক মো: জামাল হোসেন, কাজী মনির হোসেন, শরিফুল ইসলাম, মো: বিল্লাল হোসেন, মো: ইউনুস, বক্তারা বলেন, এদেশে আউলিয়া কেরাম, হক্কানি পীর মাশায়েখ ইসলাম প্রচার প্রসার করে আমাদেরকে দ্বীনের পথ বাতলিয়ে দিয়েছেন, তারা দুনিয়াবী আরাম আয়েশ ত্যাগ করে,আমাদেরকে সাচ্চা মুমিন মুসলিম হিসেবে গড়ে তুলতে দিনরাত দ্বীনি খেদমতে জীবন অতিবাহিত করেছেন, আজ কিছু বিপথগামী লোক তাদেরই মাজার, সুন্নী দরবার ও দরগাহ শরীফে হামলা করছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এই অপরাধী মহল এর মাধ্যমে ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দেশে অশান্তি বিশৃঙ্খলা করার গভীর ষড়যন্ত্র করছে। অনতিবিলম্বে দায়ীদেরকে আইনের আওতায় আনতে এবং আহলে সুন্নাতের বলিষ্ঠ কন্ঠস্বর মুফতি গিয়াস উদ্দিন তাহেরী এর বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা, দ্রুত প্রত্যাহারে অন্তরবর্তীকালীন সরকারের নিকট জোরদাবী জানাচ্ছি।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker