আন্তর্জাতিকচান্দিনাজাতীয়রাজনীতি

বিএনপি ক্ষমতায় আসতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে -কৃষক দল নেতা কাজী সাখাওয়াত

বিএনপি ক্ষমতায় আসতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে
-কৃষক দল নেতা কাজী সাখাওয়াত

।। চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।।

জাতীয়তাবাদী কৃষক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন বলেছেন,বিএনপিকে ক্ষমতায় আসতে অবশ্যই শৃঙ্খলায় আসতে হবে। চাঁদাবাজী মাস্তানি ঘুষ দুর্নীতি মদের ব্যবসা থেকে দূরে থাকতে হবে। ক্ষমতায় আসতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনার দোল্লাই নোয়াবপুর বাজারে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের জন্য দোয়া কামনায় কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,আওয়ামী লীগ সরকার আমাদের কন্ঠ স্তব্ধ করে অমানুষিক নির্যাতন গুম হত্যাসহ আইনের শাসন লুণ্ঠন করে দেশ পরিচালনা করেছে।তারই পরিণতিতে তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে।বিএনপির উচিত তা থেকে শিক্ষা নেওয়া। চাঁদাবাজি অব্যাহত থাকলে মানুষ দল থেকে মুখ ফিরিয়ে নিবে।ভোট দিবে না।তিনি বলেন,দলকে সুসংগঠিত করতে তারেক রহমান চাঁদাবাজী ও মাস্তানদের শক্ত হাতে দমনের ব্যবস্থা নিয়েছেন। কেউ যদি গোপনেও চাঁদাবাজী করে পার পাবেন না।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর এ মহাসচিব আরও বলেন, গত ১৭ বছর দেশ এক অদৃশ্য থাবায় নিমজ্জিত ছিল। সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ভোটাধিকার ফিরিয়ে আনতে অন্তর্র্ভতীকালীন সরকারের আবির্ভাব হয়েছে।ভোটাধিকার ফিরে পেলে বিএনপি যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে।

তিনি আরও বলেন, পৈত্রিক অংশীদারিত্বের কারণে অনেকেই মনে করেন নমিনেশন পাবেন।কিন্তু মক্কা বহুদূর!যারা দলের জন্য নিবেদিত, তৃণমূলে কাজ করে পরীক্ষিত। কেন্দ্র তাদের ব্যাপারে সব ডাটা সংগ্রহ করে নমিনেশন দিবে। কেউ দিবা স্বপ্ন দেখলে সেটা বাস্তবায়ন হবে না।

সমাবেশে জাতীয়তাবাদী কৃষক দলের কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির,কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম,চান্দিনা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ,উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি কাইয়ুম খাঁন,পৌরসভা ছাত্র দলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker