চান্দিনা
চান্দিনায় ‘সফল জননী’ হিসেবে জয়িতা সম্মাননা পেলেন মনোয়ারা বেগম

চান্দিনায় ‘সফল জননী’ হিসেবে জয়িতা সম্মাননা পেলেন মনোয়ারা বেগম
।। মো. শরীফুল ইসলাম।।
কুমিল্লার চান্দিনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে ‘সফল জননী’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন মনোয়ারা বেগম (৬৮)। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে চান্দিনা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। উপজেলা পর্যায়ে ‘সফল জননী’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন চান্দিনা উপজেলার জোয়াগ গ্রামের আলহাজ¦ মৌলভী মো. আব্দুল খালেক মাস্টার এর স্ত্রী মনোয়ারা বেগম। তাঁর ৭ সন্তান উচ্চ শিক্ষা গ্রহণ করে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
বড় ছেলে মো. মিজানুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীতে মাস্টার ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত, দ্বিতীয় ছেলে আবু নোমান মো. মাহবুবুর রহমান বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (স্থানীয় সংগ্রহ) হিসেবে কর্মরত, তৃতীয় ছেলে ড. আনিসুর রহমান শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ে কৃষিতত্ত্ব বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বড় মেয়ে প্রাবন্ধিক মোহছেনা আক্তার, দ্বিতীয় কন্যা রোকসানা আক্তার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা, তৃতীয় কন্যা আফসানা আক্তার একজন গৃহিনী, চতুর্থ কন্যা ফারজানা আক্তার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
চান্দিনা উপজেলা শিক্ষাভবন অডিটোরিয়ামে মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন মনোয়ারা বেগম এর হাতে ক্রেস্ট, উত্তরীয় ও সনদপত্র তুলে দেন। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোরশেদ আলম, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোসাম্মৎ বিলকিছ আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য জামিনা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য মোসাম্মৎ আলো বেগম এবং শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্যের জন্য নাঈম সুলতানাকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।