জাতীয়শিক্ষাঙ্গন

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার উদ্যোগে ইসলাহী মাহফিল ১৩ ডিসেম্বর

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওই দিন বিকাল ৩টা হতে রাজধানীর উত্তর মুগদা, ঝিলপাড় (যমযম টাওয়ার গলি) মাদরাসা (৪র্থ ক্যাম্পাস) মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করবেন শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানী রহ. এর সাহেবজাদা, আওলাদে রাসূল সা. সায়্যিদ আসজাদ মাদানী (দেওবন্দ, ভারত)।

এছাড়া বিশেষ মেহমান হিসাবে মাহফিলে বয়ান রাখবেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া (মুহতামিম, জামিয়া হুসাইনিয়া আরজাবাদ, মিরপুর, ঢাকা), মুফতি বশির উল্লাহ (সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ), মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (মুহতামিম, মারকাজুত তারবিয়াহ বাংলাদেশ), মুফতি মামুনুর রশিদ কাসেমী (প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস, জামিয়া দাওয়াতুল কুরআন, ভূইগড়)।

সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা তাফাজ্জল হোসাইন (সভাপতি, মুগদা থানা ইমাম-উলামা পরিষদ)

সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মুহাম্মাদ মোশাররফ হোসাইন মাহমুদ (চেয়ারম্যান, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার)।

এদিকে মাহফিল সফলে দোয়ার আবেদন করেছেন মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মাদ মোশাররফ হোসাইন মাহমুদ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker