চান্দিনা

চান্দিনায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৩ শতাধিক রোগী

চান্দিনায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৩ শতাধিক রোগী

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৩ শতাধিক রোগী।
শুক্রবার (২২নভেম্বর) সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে এবং কুমিল্লার রেটিনাল হসপিটালের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে তিন শতাধিক রোগীকে অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগ নির্ণয়, ব্যবস্থাপত্র করা, স্বাস্থ্য সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সবুজের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ নুরুল ইসলাম মুন্সী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আবু হানিফ মুন্সী।

চিকিৎসা সেবা প্রদান করেন- ডা. এনামুল হক, ডা. সাদমান সাকিব, ডা. তানভীর খন্দকার হৃদয়, রেটিনাল হসপিটাল কুমিল্লার অটিজম পরিচালক মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চান্দিনা উপজেলার উপদেষ্টা মো. আবুল কালাম আবু মুন্সী, বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কেন্দ্রীয় অর্থ-সচিব মো. মুশফিকুর রহমান পাশা, কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক কাজী জুয়েল অভি, সদস্য শরীফুল ইসলাম মুন্সী, সাদ্দাম হোসেন মুন্সী, কাউছার ইমতিয়াজ, জুয়েল রানা, আশরাফুল ইসলাম আসিফ, ইফরান মুন্সী, আতিক মুন্সী, জিসান মুন্সী প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker