জেলার খবর

মা আর ছেলে সহ নতুন করে করোনায় ভাইরাস সংক্রমিত আরও ৪৬

ফেনীতে মা আর ছেলে সহ নতুন করে করোনায় ভাইরাস সংক্রমিত আরও ৪৬

ফেনী প্রতিনিধি, ফেনীতে মা-ছেলে সহ নতুন করে ৪৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনা রোগীর মোট সংখ্যা এখন ৬শ ৯। ভারপ্রাপ্ত সিভিল এস এম মাসুদ রানা আজ বুধবার দুপুরে এ তথ্য জানান। জেলা স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নতুন শনাক্ত ৪৬ জনের মধ্যে ফেনী সদর উপজেলার ২৫ জন, ছাগলনাইয়া উপজেলার ১৫ (একজন মৃত্যুর পর করোনা পজিটিভ), সোনাগাজী উপজেলার ২ জন, ফুলগাজী উপজেলার তিনজন ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি থাকা অন্য জেলার একজন।ছাগলনাইয়ার ১৫ জনের মধ্যে বাঁশপাড়া ৪ জন, মটুয়া ১ জন, দক্ষিণ যশপুর ২ জন, পূর্ব ছাগলনাইয়া ১ জন, উত্তর পানুয়া ১ জন, চম্পকনগর ২ জন, কুহুমা ১ জন, উত্তর ছয়ঘরিয়া ১ জন, পাঠাননগর ১ জন ও ১ জন রাধানগরের বাসিন্দা।সোনাগাজী উপজেলার ২ জন চরমজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে মা-ছেলে। ছেলে শহরের শাহীন একাডেমীতে অধ্যয়নরত। ফুলগাজী উপজেলায় আক্রান্ত ৩ জন উত্তর দৌলতপুর, পূর্ব দরবারপুর ও উত্তর শ্রীপুর এলাকার বাসিন্দা। গত ১৬ এপ্রিল ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম একজন করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হন। এরপর দুই মাস দুই দিনে জেলায় শনাক্তের সংখ্যাটা ৬শ ৯ জনে দাঁড়িয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় ১২ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১২৪ জন। করোনা পরীক্ষার জন্য এই সময়ের মধ্যে জেলা থেকে আজ পর্যন্ত ৪ হাজার ২শ ৭৫ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ পরীক্ষাগারে প্রেরণ করা হলে ৩ হাজার ১শ ৩৭ জনের প্রতিবেদন আসে।হাসপাতালের আইসোলেশনে ২০ জন চিকিৎসাধীন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এস এম মাসুদ রানা বলেন, করোনার বিস্তার ঠেকাতে ফেনীর তিন উপজেলায় ৮টি এলাকায় বৃহস্পতিবার থেকে লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker