শিক্ষাঙ্গন

চল্লিশ বছর চাকরি শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন দুই শিক্ষিকা

চল্লিশ বছর চাকরি শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন দুই শিক্ষিকা

।।মো. শরীফুল ইসলাম।।

সেলিনা বেগম শিক্ষকতা করেছেন ৪০ বছর, রওশন আরা বেগম ৩৯ বছর। অবসরজনিত কারণে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয় এই দুই জন শিক্ষিকাকে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুরছাপ উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষিকাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে পুষ্প সজ্জিত মাইক্রোতে পৃথকভাবে দুজনকেই তাদের বাড়িতে পৌঁছে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিদায়ের কাজ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুপ কুমার বণিক এর সভাপতিত্বে বক্তৃতা করেন- বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মজিবুর রহমান, সহকারী শিক্ষক মোক্তার হোসেন, ফজলুল ছাত্তার, এহতেশামুল হক, মোখলেছুর রহমান, শিক্ষার্থী জোবায়ের সানি। মানপত্র পাঠ করে শিক্ষার্থী উম্মে মাহজাবিন।

সহকারী শিক্ষক মোসাদ্দেক কামাল ও অনিত্য চন্দ্র সেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটি সদস্য মো. সফিউল্লাহ ভুইয়া, মিজানুর রহমান, আমির হোসেন, শাবানা আক্তার, সহকারী শিক্ষক, তাছলিমা বেগম, আলমগীর হোসেন, লক্ষ্মণ চন্দ্র সরকার, মজিবুর রহমান ভুঁইয়া, হাসিবুর রহমান, আব্দুল্লাহ মাহবুব সরকার, নুরুন্নাহার ইসলাম, জেসমিন আক্তার সহ অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker