অপরাধআন্তর্জাতিকজাতীয়

ভৈরবের আশরাফুল আলমের ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে কানাডায় প্রতারক এম এস আজিজ।

ভৈরবের আশরাফুল আলমের ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে কানাডায় প্রতারক এম এস আজিজ।

নিউজ ডেক্সঃ

ইতালি প্রবাসী ভৈরবের আশরাফুল আলমের কাছ থেকে ১ কোটি ২৮ লক্ষ টাকা নিয়ে কানাডায় চলে গেছেন প্রতারক এম,এস,আজিজ,এক বার্তায় আমাদের নিউজ প্রতিনিধি কে বলেন, ঢাকার শাহজাদপুর,গুলশানে অবস্থিত ভিসা এপ্লিকেশন সেন্টার নামে প্রতিষ্ঠানের কর্ণধার প্রতারক এম এস আজিজুল হক পর্তুগাল ৭ টি,সার্বিয়া ৪ টি আলবেনিয়া ৬ টি ভিসা fake সহ সার্বিয়ায় আরও ২২ পাসপোর্ট কাজ করে দেওয়ার কথা বলে ১ কোটি ২৮ লক্ষ টাকা নিয়ে কানাডায় পাড়ি দিয়াছেন,প্রতারকের বাড়ি দক্ষিণ ঘুনিয়া পালং,রাবেতা হাসপিটাল,রামু,কক্সবাজার, তা স্ত্রী সাফরিন হক কে দিয়ে বাংলাদেশে ইউরোপে পাঠানোর কথা বলে পাসপোর্ট ও টাকা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণায় সাহায্য করে আসছে,আশরাফুল আলম বলেন, এই পর্যন্ত আমি তাকে ১ কোটি ২৮ লাখ টাকা দিয়াছি তার মানি রিসিট সহ সকল প্রমান আছে,তার প্রতারণার শিকার আরও অসংখ্য মানুষ, আশরাফুল আলম বলেন,আমি আজ দিশাহারা আমার আত্মীয় স্বজনরা আমাকে বিশ্বাস করে পাসপোর্ট টাকা দিয়াছি ইউরোপে যাওয়ার, বাংলাদেশ সরকারের শীর্ষ স্থানীয় মহোদয়র কাছে আকুল আবেদন দ্রুততম সময়ের মধ্যে এই প্রতারক এম এস আজিজুল হক ও তার সহযোগী স্ত্রী সাফরিন হক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করে ভুক্তভোগীদের ২২ টি পাসপোর্ট সহ ভিসা ফেইক এর বাবদ ১ কোটি ২৮ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার বিনীতভাবে অনুরোধ করেন,
ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলার সকল কার্যক্রম শুরু হয়েছে বলে জানা যায়,

চোখ রাখুন বিস্তারিত আসছে

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker