চান্দিনাজাতীয়

প্রিয় চান্দিনা বাসী! আসসালামু আলাইকুম,ঘরে থাকুন,সুস্থ থাকুন।

প্রিয় চান্দিনা বাসী! আসসালামু আলাইকুম! 

নিশ্চয় অবগত আছেন চান্দিনার করোনা পরিস্থিতি সম্পর্কে। দিন দিন হু হু করে বাড়ছে আক্রান্ত সংখ্যা। আজ আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ  ২২ জন। জানিনা এ ২২ জনের মাধ্যমে আরো কতো হাজার মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। 

 

এখন পর্যন্ত চান্দিনায় আক্রান্ত রোগীর মধ্যে বেশীর ভাগ রোগীর কোন লক্ষ্মণ নেই। তারা আক্রান্ত হওয়ার পরেও বুঝতে পারছে না তারাদের মধ্যে এ ভাইরাস আছে। কারণ তারা শারীরিকভাবে সুস্থ এখন পর্যন্ত।  আপনার আমার তো বুঝার কোন উপায় নাই । চান্দিনা বাজারে এ কয়েক দিনে ঈদের শপিং করে কতো করোনা আক্রান্ত রোগীর সাথে আপনি ধাক্কাধাক্কি করেছেন আপনি নিজেও জানেন না। কারোন ভাইরাস টা অদৃশ্য। বাংলাদেশ এ করোনার ধরন পাল্টে গেছে জ্বর কাশি গলা ব্যাথা শর্দি সহ করোনা আক্রান্ত রোগীর যে লক্ষনগুলো কথা আমরা জানি তা নেই এমন হাজার হাজর করোনা পজিটিভ রোগী আছে। 

 

তাই সবাই কে বলবো অনেক তো ঘুরাঘুরি করছেন  আপনি ও আপনার পরিবারের কথা ভাবে ঘরে থাকুন সামাজিক দূরত্ব বাজায় রাখুন। আপনি আক্রান্ত হলে আপনার পরিবার ও আক্রান্ত হবে। 

ঘরে থাকুন সুস্থ থাকুন। 

ঈদ মোবারক ❤

,,,শুভেচ্ছা কামনায়…

আব্দুস ছালাম কাউন্সিলর, পৌরসভা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর, চান্দিনা পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক। চান্দিনা পৌর আওয়ামী যুবলীগের সফল সভাপতি।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker