
চান্দিনায় মাইজখারে এলডিপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
।। চান্দিনা(কুমিল্লা) প্রতিনিধি ।।
কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাইজখার ইউনিয়ন এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ফাঐ এএমএফ উচ্চ বিদ্যালয় মাঠে ওই কর্মী সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন – লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড.রেদোয়ান আহমেদ।
কর্মী সমাবেশে মাইজখার ইউনিয়ন এলডিপি সভাপতি আবদুল বারী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান একেএম শামছুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।
এসময় চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক এম.এ. সোহেল খান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা গণতান্ত্রিক কৃষকদল সভাপতি মো.মোয়াজ্জেম হোসেন, চান্দিনা পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো.সাজ্জাদ হোসেন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল গাফফার, পৌর এলডিপি সাংগঠনিক সম্পাদক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া প্রমুখ।





