World Trending Newsআন্তর্জাতিকচান্দিনাজাতীয়জেলার খবর

চান্দিনার জোয়াগে মাহফিলে উসকানিমূলক বক্তব্যের মামলায় আদালতে মামুনুল হক

২০২০ সালের একটি মামলার অভিযোগ গঠনের শুনানিতে কুমিল্লা আদালতে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন আদালতে উপস্থিত হন।
আদালত সূত্র জনায়, ২০২০ সালের ১৫ ডিসেম্বর চান্দিনা উপজেলার জোয়াগ পশ্চিমপাড়ায় এক মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলে মামুনুল হকের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক কমিটি এবং অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর একটি মামলা করে পুলিশ। ওই মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামুনুল হকের আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, বিচারকের সামনে মামুনুল হক তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। তিনি এবং তার সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ নির্দোষ বলে জানিয়েছেন। পরে বিচারক মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker